দর্পণ ডেস্ক : আফগানিস্তান ক্রিকেট দলের নতুন অধিনায়ক রশিদ খান। আজ শুক্রবার তাকে তিন ফরম্যাটেই জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এতে ভিন্ন ভিন্ন ফর্মেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক করার সিদ্ধান্ত থেকে সরে এসলো এসিবি।

বিশ্বকাপের আগে ১৯ এপ্রিল আসগর আফগানকে সরিয়ে গুলবাদিন নাইবকে ওয়ানডে, রহমত শাহকে টেস্ট ও রশিদ খানকে টি-২০ অধিনায়ক নির্বাচন করেছিল এসিবি। আর রশিদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক আসগর আফগান।

রশিদ ও মোহাম্মদ নবীসহ দলের অনেক সিনিয়র খেলোয়াড়ই আফগানকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছিল। সমালোচকদের মতে দলের এ অভ্যন্তরীণ কোন্দলের কারণেই বিশ্বকাপে আফগানদের এমন ভরাডুবি।

ইংল্যান্ড ওয়েলসে চলমান বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি আফগানিস্তান। এরপরই তিন ফর্মেটে রশিদকে অধিনায়ক নির্বাচন করলো এসিবি।

রশিদের নতুন নেতৃত্ব শুরু হবে বাংলাদেশ সিরিজ দিয়ে। সেপ্টেম্বরে তারা একটি টেস্ট খেলবে বাংলাদেশের বিপক্ষে। এছাড়া জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনেরও চিন্তা আছে বিসিবি’র। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন রশিদরা।