দর্পণ ডেস্ক : মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে কেউ ভ্রমণ করলে বুঝতে পারবে- অতি শীঘ্র দেশটি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নয়ন এবং গণতন্ত্রের যাত্রা দেশটিকে বিশ্ব দরবারে খুবই মোহনীয় পর্যায়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
তিন দিনের বরিশাল সফরের তৃতীয় ও শেষদিন বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, অতি শীঘ্র এ দেশটি স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে। আমেরিকার একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন বেশ উপভোগ করছেন তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুবই শান্তিপূর্ণ। বাংলাদেশে আসার পর দেশের ৮টি বিভাগ ঘুরে দেখেছেন। এই দেশে একটি সৌহার্দপূর্ণ অবস্থা বিরাজ করছে বলেও আশ্বস্ত হয়েছেন তিনি। বিশেষ করে বরিশালের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে।
বরিশালে দুপুর ২টার দিকে নগরীর ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনে যান তিনি। এ সময় চার্চে প্রার্থনায় অংশ নেন এবং ফাদারসহ অন্যান্যদের সাথে কুশলবিনিময় করেন তিনি । এছাড়া সেখানে অবস্থানরত ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিক লুসি হল্টের সাথে সাক্ষাৎ করেন।
পরে অক্সফোর্ড মিশন বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় সেখানকার শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এর আগে দুপুর ১টার দিকে রাষ্ট্রদূত রবার্ট মিলার বরিশালের ঐতিহ্যবাহী শ্রী শী শংকর মঠ পরিদর্শন করেন।