দর্পণ ডেস্ক : প্রধান কোচ স্টিভ রোডসকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন রোডস। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশিত ফল পায়নি টাইগাররা। এ কারণেই এই ইংলিশ কোচের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি।
সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে (রোডসের সঙ্গে) চুক্তি বাতিল হয়েছে। ২২ জুলাই বোর্ড সভায় শ্রীলঙ্কা সফরে কোচ কে থাকবেন, সেই সিদ্ধান্ত নেয়া হবে।’
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও বলেছেন, ‘বিষয়টি এমন নয় যে আমরা তাকে বরখাস্ত করেছি। আমরা দুই পক্ষ একটি সমঝোতায় এসেছি বিশ্বকাপের পর, যদিও তার চুক্তি ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল। আমরা এটিকে সমঝোতা হিসেবেই নিচ্ছি।’
রোডসের উত্তরসূরি কে হচ্ছেন? সাবেক কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে ফিরিয়ে আনতে যাচ্ছে বিসিবি- এমন কথা শোনা যাচ্ছে। বর্তমানে যিনি শ্রীলঙ্কার কোচের দায়িত্বে আছেন।
কিন্তু সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, লঙ্কান গণমাধ্যম হাথুরু পদত্যাগ করতে পারেন বলে যে খবর প্রচার করেছিল সেটি উড়িয়ে দিয়েছেন লঙ্কান কোচ।
তিনি জানিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গেই থাকবেন। হাথুরুসিংহে বলেন, ‘আরো ১৬ মাস বাকি আছে। আশা করছি চুক্তি শেষ হওয়ার আগে পর্যন্ত থাকবো।’
রোডসের অধীনে গত বছর এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। আর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জেতে।