দর্পণ ডেস্ক : আজ (সোমবার) সকালে সৈয়দপুর পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মা সাহারা খাতুন (৫৬) ও ছেলে সোহেলের (২২) মৃত্যু হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন জানান, সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাহারা খাতুন। এ সময় ছেলে সোহেল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সোহেল স্থানীয় বাজারের কাপড় দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। বাবার নাম নেসার আহমেদ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।