দর্পণ ডেস্ক : স্বরা ভাস্কর কবে থেকে সমকামী হলেন- শিরোনাম দেখেই হয়তো চমকে গেছেন? আসলে সমকামী নন তিনি। তবে সমকামী প্রেমের সম্পর্ক নিয়ে ছবি করতে যাচ্ছেন পরিচালক ফারাজ আরিফ আনসারি। আর এ চরিত্রে অভিনয় করছেন স্বরা ভাস্কর ও দিব্যা দত্ত।
‘শীর কুর্মা’ নামের এই ছবিতে রোম্যান্স করবেন স্বরা ভাস্কর এবং দিব্যা দত্ত। এক ছকভাঙা সম্পর্কের গল্প বলবে এই ছবি। ছবির গল্প এগিয়েছে এমন এক নারীকে ঘিরে যিনি চিরাচরিত সামাজিক রীতিনীতির বিরুদ্ধে পথ চলার সাহস করেন। তার নিজস্ব পরিচয় তিনি নিজেই গড়ে তোলেন।
এ ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুরেখা সিকরিও। ‘শীর কুর্মা’-র সেই মূল ভূমিকাতে দেখা যাবে সুরেখাকে।
এ প্রসঙ্গে ছবির পরিচালক বলেন, বলিউড এখনও ঠিক সমকামিতা মেনে নিতে পারেনি। তার মূল কারণ আমাদের সমাজের হোমোফোবিয়া এবং ট্রান্সফোবিয়া। আর ঠিক এই বিষয়টিকেই তুলে ধরতে চেয়েছি ‘শীর কুর্মা’য়।