দর্পণ ডেস্ক : মিটু কাণ্ডে তোলপাড় বলিউড একটু শান্ত হতেই ফের অভিযোগের আঙুল তুলে বসলেন অভিনেত্রী এষা গুপ্তা। টুইটারেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি। দিল্লির এক রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে অভিযোগ এ অভিনেত্রীর।
টুইটারে এষা সোজা ওই ব্যক্তির ছবি পোস্ট করে দিয়েছেন। রোহিত ভিজ নামের ওই ব্যক্তির নামও উল্লেখ করেছেন তিনি। টুইটারে অভিনেত্রীর অভিযোগ, রোহিত ভিজ- যে সারারাত শুধু এক মহিলাদের দিকে তাকিয়ে থেকেই তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে তাহলে ঠিক আছে।
তিনি আমাকে টাচও করেনি, আর কিছু বলেওনি। কিন্তু চোখ দিয়ে ধর্ষণ করেছে সে! ভক্ত হিসেবে নয়, অভিনেত্রী হিসেবে নয়- কারণ আমি একজন মহিলা। আমরা কোথায় নিরাপদ? মহিলা হয়ে জন্ম নেয়াটাই কি অভিশাপের?