দর্পণ ডেস্ক : অভিযোগ হলো শব্দ দূষণ। তাই শব্দ দূষণ আইনের আওতায় জেল দেয়া হয়েছে একজোড়া মোরগ-মুরগিকে।
শব্দ দূষণের কারণে শাস্তি বিধান রয়েছে। কিন্তু এক বিরক্তিকর অবস্থায় মানুষের তৈরি আইনের গ্যাঁড়াকলে পড়েছে মোরগ-মুরগি! আর এই শাস্তি থেকে রেহাই পাননি মালিকও। তাকেও বেত্রাঘাতের শাস্তি ভোগ করতে হয়েছে।
অবাক হওয়ার কিছু নেই! সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে সৌদি আরবের আল হফুফ পৌরসভায়। যেহেতু এলাকাটি আবাসিক, তাই অভিযুক্ত মোরগ-মুরগির বিশৃঙ্খলাপূর্ণ ডাকাডাকির শব্দে পরিবেশ দূষণ হচ্ছে বলে স্থানীয় এক ব্যক্তি পৌরসভা কর্তৃপক্ষে অভিযোগ করেন।
অভিযোগকারী বলেন, ওই মোরগ-মুরগির চেঁচামেচিতে তিনি ও তার প্রতিবেশিরা অতিষ্ঠ। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে সেখানকার পরিবেশ শান্ত থাকবে। পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেয়ার চেষ্টায় ব্যর্থ হওয়ায় বিষয়টি পৌরসভা আদালতে তোলা হয়। সেখানে মোরগ-মুরগির জেল ও মালিককে বেত্রাঘাতের সাজা দেয়া হয়।
তবে ওই মোরগ-মুরগির কতদিন জেল হয়েছে তা জানা যায়নি। পৌরসভার নিয়মানুযায়ী ঘরের ভেতরে বা আবাসিক এলাকায় পশুপালন করার বিধান নেই। কারণ ঘর আরাম এবং বিশ্রামের জায়গা।