দর্পণ ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। হেনলে পাসপোর্ট সূচকে এ তথ্য দেয়া হয়েছে। কোন দেশের পাসপোর্টধারী বিশ্বের কতটি দেশে বিনা ভিসায় প্রবেশ করতে পারেন তার ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়।
শীর্ষ অবস্থানে যৌথভাবে অবস্থান করছে এশিয়ার দুই দেশ জাপান ও সিঙ্গাপুর। এই দুই দেশের নাগরিকরা বিশ্বের প্রায় প্রতিটি দেশে (১৮৯টি দেশে গন্তব্যে) বিনা ভিসায় যেতে পারেন।
অপরদিকে মালদ্বীপের পাসপোর্টধারীরা ৮৪টি দেশে অন এরাইভাল ভিসা সুবিধা পান। এই র্যাঙ্কিয়ে মালদ্বীপের অবস্থান ৬২। বাংলাদেশ রয়েছে ১০১তম অবস্থানে।
বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন ৩৭টি দেশে। মৌরিতানিয়া, সাওটোমে এন্ড প্রিন্সিপে’র সঙ্গে ৮৬তম অবস্থানে রয়েছে ভারত।
তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে আফগানিস্তান। আগে ভিসা না নিয়ে বিশ্বের মাত্র ২৫টি দেশে যেতে পারেন এই দেশের নাগরিকরা।