দর্পণ ডেস্ক : নিজের কান দুটি কেটে ফেলেছেন তিনি, জিহ্বাও চিরে দিয়েছেন। সারা মুখে, চোখের মণির ভেতরে টিয়াপাখির গায়ের রঙের মতো ট্যাটু করিয়েছেন তিনি। এমনকি নিজেকে যেন টিয়াপাখির মতো দেখতে মনে হয়, তাই শরীরের বিভিন্ন অঙ্গে অস্ত্রোপচারও করিয়েছেন।

এই ব্যক্তির নাম টেড রিচার্ডস। ইংল্যান্ডের ব্রিস্টলের এই বাসিন্দা নিজের নাম পরিবর্তন করে রেখেছেন টেড প্যারটম্যান।

৫৮ বছর বয়সী টেড এখন কানে শুনতে পান না। তাতে তার কোনো সমস্যাও হয় না।

টেডের দাবি, ‘টিয়ার কানে ছোট্ট গর্ত থাকে, তাই আমি আমার কান কেটেছি। দিন শেষে এটা আপনার শরীর। আপনি যা চান, তাই করতে পারেন।