দেশের অন্যতম প্রধান সংগঠন লোকনাট্যদল-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব চলতি প্রযোজনাসমূহ নিয়ে ৪ দিনব্যাপি ‘৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যমেলা-২০১৯’ আয়োজন করা হয়েছে।
আগামী ৬ জুলাই সন্ধ্যা ৬টায় বেইলী রোড মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সম্মানিত সেক্রেটারী জেনারেল নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লোক নাট্যদলের উপদেষ্টা মোহিনী মোহন চক্রবর্ত্তী। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় কামরুন নূর চৌধুরী নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক: ‘বৈকুন্ঠের খাতা’ মঞ্চস্থ হবে।


ধন্যবাদান্তে, এস.এম. আজাদ রহমান প্রচার সম্পাদক লোক নাট্যদল মোবাইল-০১৭০৭০২৬৩৭১। প্রেস বিজ্ঞপ্তি