দর্পণ ডেস্ক : মাত্র ৯ রানের মাথায় তামিম ইকবালের হাতে জীবন ফিরে পাওয়া রোহিত শর্মা সেঞ্চুরি তুলে নিয়েছেন।
মঙ্গলবার বিকালে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল।
দেখে শুনে শুরু করলেও দলীয় পঞ্চম ওভারের মাথায় মুস্তাফিজের বলে লং লেগে ক্যাচ তুলেন রোহিত শর্মা। কিন্তু সেই ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন তামিম ইকবাল।
এরপর খোলস ছেড়ে বেরিয়ে এসে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এই ভারতীয় ওপেনার। ৪৭ বলে অর্ধশতক করা রোহিত ৯০ বলে সেঞ্চুরি তুলে নেন। এটা চলতি বিশ্বকাপে তার তৃতীয় সেঞ্চুরি।