দর্পণ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ২৩ রানে হার দেখে। এ হারের জন্য নিজেদের ফিল্ডিংয়ে দায়ী করছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ (সোমবার) ফিন্ডিং আমাদের ডুবিয়েছে। বাজে ফিল্ডিংয়ে বেশ কিছু রান দিয়েছি। আর ব্যাটিংয়ে আমাদের শুরুটা যথেষ্ট মন্থর ছিল। ব্যাটসম্যানদের উচিত ছিল বেশি সময় ধরে উইকেটে থাকা।’
৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করত নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পরে উইন্ডিজ। ব্যাট হাতে নিকোলাস পুরাণ ও ফ্যাবিয়ান অ্যালেন ছাড়া কেউ রান পায়নি।
পুরাণ ১০৩ বলে ১১৮ রানের ইনিংস খেলেন। আর অ্যালেনের ব্যাট থেকে আসে ৩২ বলে ৫১ রান।
এর আগে শ্রীলঙ্কার হয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন আভিস্কা ফার্নান্দো। এ নিয়ে ম্যাচ শেষে হোল্ডার বলেন, ফার্নান্দো দারুণ ব্যাটিং করেছে। সে দেখিয়েছে উইকেটে টিকে থাকলে রান করা যায়।
পুরাণও অসাধারণ ব্যাটিং করেছে। অ্যালেনের রানআউটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করেন উইন্ডিজ অধিনায়ক। তিনি বলেন, ‘অ্যালেনের রান আউটাই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছে। হ্যাটমেয়ারের রান আউটাও গুরুত্বপূর্ণ ছিল।
আগামী ৪ জুলাই আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ক্যারিবিয়রা।