দর্পণ ডেস্ক : মস্কোয় শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম-২০১৯’ শীর্ষক এক আর্ন্তজাতিক সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রবিবার মধ্যরাতে রাশিয়া গেছেন। এ সময় তার সাথে ছিল একটি সংসদীয় প্রতিনিধি দল। এতে রয়েছেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপি এবং মো. জিল্লুল হাকিম এমপি।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল অ্যাসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে তিনি আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়েছেন।

দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম-২০১৯’ শীর্ষক এই কনফারেন্সে যোগদান শেষে আগামী ৫ জুলাই স্পিকার দেশে ফিরবেন।