দর্পণ ডেস্ক : এবার রাতের ঘুম কাড়তে এলেন ছোট্ট ওয়ার্নার। বিশ্বকাপের মধ্যেই বাবা হলেন অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। রবিবার রাতে লন্ডনের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিক।

ওয়ার্নার সন্তানসম্ভাবা স্ত্রী ও দুই কন্যাকে নিয়েই বিশ্বকাপে খেলেতে আসন বাঁ-হাতি অজি ওপেনার। রবিবার রাতে তৃতীয় সন্তানের বাবা হন ওয়ার্নার।

গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে ৩২ বছরের অজি ব্যাটসম্যান বলেছিলেন, ‘বাবা হিসেবে আমি গর্বিত। আমার স্ত্রী অত্যন্ত সাপোর্টিভ। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে আমার দারুণ লাগে।’ আর রবিবার নিজের ইনস্টাগ্রামে পরিবারের নতুন সদস্যের ছবি পোস্ট করে ওয়ার্নার লিখেন, পরিবারের নতুন সদস্য ইসলা রোজ ওয়ার্নারকে স্বাগত।
রবিবার রাতে তার আবির্ভাব হওয়া দারুণ অনুভূতি।’

কিন্তু গত এক বছর ওয়ার্নারের জীবনটা এত সুন্দর ছিল না। গত বছর মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এক বছর নির্বাসিত ছিলেন ওয়ার্নার ও অসি অধিনায়ক স্টিভ স্মিথ।

এক বছর নির্বাসন কাটিয়ে বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া দলে ফেরেন এই দুই তারকা ক্রিকেটার। এই সময়ে তার দুঃস্বপ্নের কথা কয়েক দিন আগেই জানিয়েছিলেন ওয়ার্নার।
তবে নির্বাসন কাটিয়ে দেশের জার্সিতে ফিরেই দুরদান্ত খেলছেন ওয়ার্নার।