বরখাস্ত ডিআইজি মিজানের জামিনের আবেদন খারিজ করে তাকে পুলিশে হস্তান্তর করেছেন আদালত।

তিনি সোমবার দুদকের করা দুর্নীতির মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশে হস্তান্তরের নির্দেশ দেন।