দর্পণ ডেস্ক : সাবেক স্বামী এসএম পারভেজ সানজারিকে হত্যাচেষ্টার মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সংগীত শিল্পী মিলা ইসলাম।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মিলা।
মিলার বিরুদ্ধে গত ৫ জুন অ্যাসিড হামলার অভিযোগে মামলাটি করেছেন এসএম পারভেজ সানজারির বাবা এসএম নাসির উদ্দিন।
গত ২ জুন দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হন মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি । তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলায় মিলা ছাড়াও তার সহকারী পিটার কিমকে আসামি করা হয়েছে।