দর্পণ ডেস্ক : নেদারল্যান্ডস শনিবার ইতালিকে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। ২-০ গোলে ম্যাচ জিতে নারী ডাচ ফুটবল টিম।

ডাচদের দুটি গোলই এসেছে হেড থেকে। ময়েডেম ও ভ্যান ডের গ্র্যাগ্টেরের অনবদ্য গোলের সুবাদেই এই প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ডাচ নারী ফুটবলাররা।