Pakistan's Sarfaraz Ahmed and Babar Azam during the ICC Cricket World Cup group stage match at Trent Bridge, Nottingham. (Photo by David Davies/PA Images via Getty Images)

আগামী ৫ জুলাই শক্তিশালী বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি সরফরাজদের জন্য মহাগুরুত্বপূর্ণ। ওই মহারণে জিতলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও জোরালো হবে তাদের।

এর আগে অনুজদের সতর্ক করলেন দেশটির কিংবদন্তি লেগস্পিনার আবদুল কাদির। তার মতে, ওই লড়াইয়ে পাক ব্রিগেডকে ছেড়ে দেবে না টাইগাররা। কারণ খেলাটি তাদের জন্যও সমান তাৎপর্যপূর্ণ।

নেপথ্যে তীব্র যুক্তি দাঁড় করিয়েছেন কাদির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ রানে জয় পাওয়া ম্যাচে সাতটি ক্যাচ মিস করেছে পাকিস্তান। যদিও নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারানো ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করেছেন সরফরাজরা।

এ লেগস্পিন কিংবদন্তি মনে করেন, বাংলাদেশের বিপক্ষে কোনো ভুল করলে পরিণামে ভুগতে হবে পাকিস্তানকে। আসন্ন মহারণের আগে তাই উত্তরসূরিদের শিগগির ফিল্ডিংয়ের মানে উন্নতি করার তাগিদ দিয়েছেন তিনি।

কাদির বলেন, বেঙ্গল টাইগারদের বিপক্ষে সরফরাজদের নিশ্চিতভাবে ভুগতে হবে। যদি না তারা ফিল্ডিংয়ের মানন্নোয়নে গুরুত্ব দেয়। কারণ বাংলাদেশ কোনো দুর্বল দল নয়। তারা সুযোগসন্ধানী। গোটা ম্যাচে সুযোগের খোঁজে থাকবে তারা। সেটি পেলেই কাজে লাগাবে। ফলে এর চরম মূল্য দিতে হবে পাকিস্তানকে।

তিনি বলেন, প্রোটিয়াদের বিপক্ষে সাতটি ক্যাচ ফেলেছে পাকিস্তান। তবু জয় পেয়েছে, এটা অবিশ্বাস্য। এতে পরিষ্কার, লাখো পাকিস্তানির প্রার্থনা আলোর মুখ দেখেছে। তবে বাংলাদেশ ছাড় দেবে না। যদি পাকিস্তান আবার একই ভুলের পুনরাবৃত্তি করে। তাদের সুযোগ দিলে গুরুতরভাবে ভুগবে তারা।

শনিবার লিডসে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। ৮ ম্যাচে ৪ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্তে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে অনুনমেয় দলটি। হাতে আছে মাত্র একটি ম্যাচ, সেটি বাংলাদেশের বিপক্ষেই।

সাত ম্যাচে ৩টি করে জয়-পরাজয় ও ১ পরিত্যক্তে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। ২ জুলাই ২০১৯ আসরের হট ফেভারিট ভারতের মুখোমুখি হবেন মাশরাফিরা। এর পর পাকিস্তানের মোকাবেলা করবেন তারা।