দর্পণ ডেস্ক : দেখতে অবিকল লিওনেল মেসির মতো। আর তার এই চেহারাকে কাজে লাগিয়ে ইরানের এক ব্যক্তি নারীদের ফাঁদে ফেলত। আর এই সম্পর্ক গড়াত অনেক গভীর পর্যন্ত। এভাবে ২৩ জন নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় জড়ান ওই ব্যক্তি। তাও আবার মাত্র দুই বছরে।
সেই ভুয়া মেসি ইরানের যুবক রেজা পারাসতেশকে দেখতে অবিকল বার্সেলোনার অধিনায়ক মেসির মতো। দুই বছর আগে তার বাবা তাকে মেসির জার্সি পরে পোজ দিতে বলেন। তারপর সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
‘ফেক মেসি’ হিসেবে অনেক পরিচিতিও পায় ইরানের ওই যুবক। অভিযোগ, এরপর থেকেই নিজের দেশের নারীদের ফাঁদে ফেলার জাল মেলতে শুরু করে সে। এর মধ্যে বার্সা অধিনায়কের মতোই নিজের চুল ও দাড়ি ছাঁটা শুরু করে রেজা পারাসতেশ।