স্টাফ রিপোর্টার: সোসশ্যাল এন্ড ইকোনোমিক ইনহেন্সমেণত প্রোগ্রাম-সিপ এর‘ কমিউনিটি এবং নেটওয়ার্কিং সুদৃঢ় করনের মাধ্যমে শিশু পাচার রোধ’ প্রকল্পের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগনের সাথে আজ মঙ্গলবার ২৫ জুন,২০১৯ রাজধানীর সেগুন রেষ্টুরেন্টে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় পর্যায়ে একটি ডায়ালগ সেশনের আয়োজন করা হয়।
আজকের আলোচনার বিষয় ছিল শিশু এবং মানব পাচার রোধে জেন্ডার ও শিশু সংবেদনশীল সংবাদ পরিবেশনা ও প্রতিবেদন প্রস্তুতি। উক্ত সভায় প্রকল্প সমন্বয়ক প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সবাইকে প্রকল্প সমন্ধে অভিহিত করেন এবং সেই সাথে শিশু এবং জেন্ডারর সংবেদনশীল প্রতিবেদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রেজেন্টেশনের পর উন্মুক্ত আলোচনা হয় যেখানে শিশু মানব পাচারের চিত্র, গনমাধ্যমের ভূমিকা প্রভৃতি বিষয় আলোচনা করা হয়। সভ াশেষে শিশু এবং জেন্ডার সংবেদনশীল সংবাদ পরিবেশনের ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আলোচন সভায় সভাপতিত্ব করেন জনাব জসিম মেহেদি, স্টাফ রিপোর্টার, নিউজ২৪.কম। সভাটি পরিচালনা করেন তারিক মোহাম্মদ গাদ্দাফী, প্রকল্প সমন্বয়ক, সোসশ্যাল এন্ড ইকোনোমিক ইনহেন্সমেণত প্রোগ্রাম-সিপ।