কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নামা (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ঐ ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারনা সে মানসিক প্রতিবন্ধী ছিলো।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রাস্তার উপরে গাড়ীর চাকায় পৃষ্ট হওয়া অবস্থায় রাস্তার উপরে এক ব্যাক্তির মরদেহ মরদেহ দেখতে পাওয়া যায়। সে একজন বুদ্ধি প্রতিবন্ধী। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ঐ ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.