দর্পণ ডেস্ক : কোপা আমেরিকার গ্রুপপর্বের শেষে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে জয় পেয়েছে উরুগুয়ে। মারাকানা স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারালো লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি উরুগুয়ে। তবে আগেই দুই দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় এ ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লাড়াই।
উরুগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন এডিসন কাভানি। কোয়ার্টার ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের প্রতিপক্ষ পেরু। আর চিলি প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে সহজ সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের অন্যতম সেরা স্ট্রাইকার সুয়ারেজ। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন তিনি।
দুই দলই বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৮২তম মিনিটে জোনাথন রদ্রিগেসের বাড়ানো বল হেডে চিলির জালের জড়ান পিএসজি স্ট্রাইকার কাভানি।
অন্যদিকে এবারে আসরে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। আগামী শুক্রবার ও শনিবার রাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।