ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দনের গোঁফকে জাতীয় গোঁফ ঘোষণার দাবি জানিয়েছেন লোকসভার কংগ্রেসদলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সোমবার লোকসভায় ভারতের রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানাতে গিয়ে এসব কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪৪ সেনা নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ এ হামলার দায় স্বীকার করে। এর পরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আকাশযুদ্ধে ভারত দুটি যুদ্ধবিমান হারায়। অন্যদিকে পাকিস্তান হারায় একটি যুদ্ধবিমান।
পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হন ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন। পাকিস্তানের কারাগারে ৬০ ঘণ্টা বন্দি থাকার পর পর তাকে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান।
এ ঘটনায় অভিনন্দনকে বীর হিসেবে অভিহিত করে ভারত। তার গোঁফ দেখে উচ্ছ্বসিত হন অনেকে। অভিনন্দনের গোঁফের স্টাইলে অনেকেই গোঁফ রাখতে শুরু করেন।
এবার সেই অভিনন্দনের বীরত্বকে সম্মান জানানোর দাবি জানালেন পশ্চিমবঙ্গের বহরমপুরের কংগ্রেস সাংসদ ও লোকসভায় কংগ্রেসদলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী।