দর্পণ ডেস্ক : নিউজিল্যান্ডের ২৯১ লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৫ রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ ওভারের শেষ বলে ৮২ বলে ১০১ রান করে কার্লোস ব্রাথওয়েট আউট হলে শেষ হয়ে যায় ক্যারিবিয়দের ইংনিস।
৭ বলে ৬ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু জেমি নিশামের শেষ বল উঠিয়ে মারলে বাউন্ডারিতে দৌডে ক্যাচ ধরেন ট্রেন্ট বোল্ট। আর এতেই শেষ হয়ে ক্যারিবিয়দের জয়ের স্বপ্ন। জয়ের শেষ প্রান্তে এসেও হেরে গেল তারা।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন কেন উইলিয়ামসন।