দর্পণ ডেস্ক : ইংল্যান্ডকে ২০ রানে হারালো শ্রীলঙ্কা। পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো রুট-স্টোকসদের।

লক্ষ্য মাত্র ২৩৩ রান। গত চার ম্যাচ টানা শাসন করে আসছিলেন তারাই আজ নতজানু লঙ্কাকাণ্ডে। মালিঙ্গার চার আঘাতে কুপোকাত। এটা অবিশ্বাস্য। দুর্দান্ত। চলতি বিশ্বকাপে যাদের সর্বোচ্চ সংগ্রহ ৩৯৭। তারাই কিনা শ্রীলঙ্কার ছুড়ে দেয়া মাত্র ২৩২ রান করতে টপকাতে পারলো না। লজ্জার হার ইংল্যান্ডের।

শ্রীলঙ্কার স্বল্প পুঁজির টার্গেটে খেলতে নেমে শুরুতেই মালিঙ্গার দুই আঘাতে জনি বেয়ারস্টো ও জেমস ভিন্সের বিদায়ে ছন্দহারা স্বাগতিক ইংল্যান্ড। এরপর উদানার আরেক শিকার হন মারকুটে ব্যাটসম্যান এউইন মরগান। তিন উইকেট পতনে খানিকটা বিপাকে পড়লেও পরবর্তীতে জো রুট ও বেন স্টোকস জুটিতে ছন্দে ফেরেন ইংলিশরা। দুজনের লড়াকু ইনিংসে শতরান পার করলেও অর্ধশত রান পূর্ণ করা রুটের বিদায়ে সহজ ম্যাচ কঠিন হয়ে ওঠে ইংলিশদের কাছে।

এখানেই ইংরেজবধ কাব্য শেষ নয়। লঙ্কান চার উইকেট নেয়ার পর লঙ্কান বোলাররা আরো চাপে ফেলেন ইংলিশ ব্যাটসম্যানদের। একে একে জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকসরা মালিঙ্গ-সিলভাদের উইকেট বিলিয়ে দেন। কেউই দাঁড়াতে পারেননি লঙ্কানদের সামনে। তবে ইংলিশদের পক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন বেন স্টোকস। তিনি অপরাজিত থেকে করেন সর্বোচ্চ ৮২ রান।

শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ৪টি, ধনঞ্জয়া ৩টি ও উদানা ২টি উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে ১১৫ বলে ৫ চার ও এক ছক্কায় ৮৫ রানে অপরাজিত থাকেন ম্যাথিউস।

ইনিংসের শুরুতেই মাত্র তিন রানের মাথায় ২ উইকেট হারায় লঙ্কানরা। দিমুথ করুনারতনে ১ ও কুশল পেরেরা ২ রানে সাজঘরে ফেরেন। পরে অভিষেক ফার্নান্ডো ও কুশল মেন্ডিস ৫৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান। তবে এক রানের জন্য ফিফটি মিস করে মার্ক উডের বলে আদিল রশিদকে ক্যাচ দিয়ে আউট হন অভিষেক ফার্নান্ডো। পরে কুশল মেন্ডিস ৪৬, জীবন মেন্ডিস ০, ধনঞ্জয়া ডি সিলভা ২৯, থিসারা পেরেরা ২, ইসুরু উদানা ৬ ও লাসিথ মালিঙ্গা ১ রান করে আউট হন।

ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন জোফরা আর্চার ও মার্ক উড। এছাড়া ২টি উইকেট নেন আদিল রশিদ।