দর্পণ ডেস্ক : মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে ২০১৭ সালের ২২ মে বোমা হামলায় প্রাণ হারান ২২ জন। শুরুটা সেখান থেকে। পরের বছর, ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর আরিয়ানার সাবেক প্রেমিক ম্যাক মিলার আত্মহত্যা করেন। সে সময় আরিয়ানার প্রেম চলছিল কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে। ম্যাকের মৃত্যুর পর পিটের সঙ্গে দূরত্ব বাড়ে আরিয়ানার, ভেঙে যায় সম্পর্ক।
এরপর থেকেই আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন আরিয়ানা। সবাই ভেবেছিল, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেবেন এই সংগীত শিল্পী। কিন্তু এবার পিটসবার্গে এক কনসার্টে ম্যাককে নিয়ে গান গাইতে গিয়ে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন আরিয়ানা। সেই থেকেই ২৫ বছর বয়সী এই শিল্পীর মানসিক অবস্থা নিয়ে চিন্তায় পড়ে যান তার পরিবারের সদস্য ও ভক্তরা।