গোফরান বিশ্বাস পলাশ, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন পায়রা
তাপ বিদ্যুৎ কেন্দ্রে ছড়িয়ে পড়া শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রনে এসেছে।
বিদ্যুৎ কেন্দ্রের ব্রয়লার থেকে পড়ে নিহত বাঙ্গালী শ্রমিক সাবিন্দ্র দাস
(৩৩) এর লাশ গুম করার গুজবে মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত অবধি বাঙ্গালী ও
চায়না শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জাং ইয়ান ফাং (২৬) নামের এক
চায়না শ্রমিক নিহত হয়েছে। এসময় চায়না শ্রমিক, পুলিশ সহ অন্তত: ১৫ জন আহত
হয়েছে এবং সাংবাদিকের মোটর সাইকেল ভাঙচুর করা সহ ভিডিও ক্যামেরা ছিনিয়ে
নেয়ার ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে চায়না শ্রমিক ক্সুগান (৫৪), লিন ইউং লিন (৪০), মুজাং হাং
(৩৫), জাহাং সেনং (৬০), মো. আলতাফ হোসেন (৪৪), মো. মোস্তাফিজুর রহমান
(৪৮) এবং মাহবুব আলম (২৫) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং
পরবর্তীতে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার প্রত্যুষে জাং ইয়ান ফাং’র মৃত্যু হয়
বলে শেবাচিম হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন। আহত
অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে দু’একজনকে ঢাকায় স্থানান্তর করা
হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
এর আগে মঙ্গলবার শেষ বিকেলে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে প্রতিদিনের সংবাদ’র
কলাপাড়া প্রতিনিধি ফরাজী মো. ইমরানের মোটরসাইকেল এবং মাইটিভির
কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের ক্যামেরা ছিনিয়ে নেয়
চায়না শ্রমিকরা। এসময় চায়না শ্রমিকের ধাওয়া খেয়ে ঘটনাস্থলে উপস্থিত
গনমাধ্যম কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে পুলিশের আশ্রয় নেয়। বিদ্যুৎ
কেন্দ্রের সহিংসতার ঘটনায় বিসিপিসিএল’র কর্মকর্তা শাহমনি জিকো জড়িত থাকার
অভিযোগ করেছেন বাঙালী শ্রমিকরা।
এদিকে রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ যৌথ
ভাবে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবস্থান নেয়া বিক্ষুব্ধ শ্রমিকদের
লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে
আনতে সক্ষম হয়েছে বলে কলাপাড়া থানা পুলিশ নিশ্চিত করেছে। বুধবার সকালে
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সচিব, এমডি, বরিশাল ডিআইজি সহ সরকারের
উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পায়রা বিদ্যুৎ কেন্দ্রে উপস্থিত হয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট প্রশাসন সহ বিদ্যুৎ কেন্দ্রের
কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের বিক্ষুব্ধ
শ্রমিকদের দাবী মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন বলে জানিয়েছে নির্ভরযোগ্য
সূত্র।
কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
সহিংসতায় নিহত চায়না শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি
চলছে। এছাড়া দুর্ঘটনায় নিহত বাঙ্গালী শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য
পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের
করা হয়েছে।
প্রসংগত, নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে মঙ্গলবার
পৌনে তিন টার দিকে ব্রয়লার থেকে সেপ্টিবেল্ট ছিড়ে নিচে পড়ে সাবিন্দ্র দাস
(৩২) নামের এক বাঙালী শ্রমিকের মৃত্যু হয়। এসময় তার লাশ গুম করার গুজব
ছড়িয়ে পড়লে বাঙালী শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর বিদ্যুৎ কেন্দ্রে
কর্মরত প্রায় ৭ হাজার বাঙ্গালী শ্রমিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে
হামলা, ভাংচুর সহ ব্যাপক তান্ডব চালায়।