দর্পণ ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে। আর এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। ফলে স্বাভাবিকভাবেই সেমিফাইনালের জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ছিলেন সাকিব, লিটন, তামিমরা। বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। তাদের মতোই মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভালোবেসে সেই মুগ্ধতার উত্তরও দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের জয়ের পর এক টুইট বার্তায় সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে সকলের প্রিয় দাদা লেখেন, ‘সাবাশ বাংলাদেশ। দারুণ লাগছে দলটিতে এত ভালো খেলোয়াড়ের সমাহার দেখে। এভাবেই খেলতে থাক।’

আর সেই টুইটে ধন্যবাদ জানিয়ে প্রতি উত্তর দিয়েছেন সাকিব। সৌরভ গাঙ্গুলির টুইটের নিচে ‘ধন্যবাদ দাদা’ লিখে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাকিব।