দর্পণ ডেস্ক : আবারো জুটি বাঁধলেন শাকিব খান ও শবনম বুবলী। ছবির নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’। এটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
নতুন এ কাজটি নিয়ে বেশ আশাবাদী শাকিব খান। তিনি বলেন, একটি ভাল গল্পের সিনেমার কাজ শুরু করেছি। ছবির বাজেটও বেশ ভাল। আর রাজু ভাই একজন গুণী নির্মাতা এবং তার ছবিতে কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি।
বুবলী বলেন, আশা করি খুব সুন্দর এবং দারুণ একটি ছবি। যে ছবির নাম আমরা কোনো না কোনো সময় অনুভব করি। মনের মতো মানুষ পাইলাম না।