
দর্পণ ডেস্ক : বিশ্বকাপে রেকর্ড রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ জয়ের দুই ‘নায়ক’ সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। ব্যাট হাতে ৯৯ বলে ১২৪ রানে অপরাজিত থাকেন সাকিব। আর ৬৯ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন।
বিশ্বকাপে অভিষেক ম্যাচ। চাপটা থাকবে সেটাই স্বাভাবিক। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে ছিলেন জানালেন লিটন। ম্যাচ শেষে বলেন, ‘৩০ রান করার পর চাপটা ছিল না।
প্রথমে ব্যাট করতে নেমে চাপে ছিলাম। আমি নার্ভাস ছিলাম। আমার মনে হচ্ছিল সবকিছুই আমার বিপক্ষে। কিন্তু যখন আমি ৩০ রান করলাম, তারপর চাপটা ছিল না। আমি ভালোভাবেই উইকেটে মানিয়ে নিয়েছিলাম। তখন মনে হচ্ছিল আমি এখন খেলতে পারবো।’
ম্যাচে চাপ সামলানোর কৃতিত্ব সাকিবকে দিলেন লিটন। ম্যাচ শেষে লিটন বলেন, ‘চাপ সামলাতে সাকিব ভাই আমাকে সাহায্য করেছে। সাকিব ভাই আমাকে বললো আমি যদি উইকেটে থাকি তাহলেই রান পাবো। আমরা সব সময় রান করতে চাই। আবার পার্টনারকেও রান করার সুযোগ দেয়, কারণ এটা দলীয় খেলা।
আমি যখন রান করছিলাম সে (সাকিব) খুশি হচ্ছিলো। আমি যখন ফিফটি করলাম, সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। সে জানে আমি নতুন, তাই আমাকে চ্যালেঞ্জ নেয়ার পথ দেখিয়ে দিলেন। আমাকে অনেক সাহায্য করেছেন।’