গোফরান পলাশ, পটুয়াখালী: জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও পটুয়াখালী-০১
আসনের সাবেক সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধ ধর্ষন
চেষ্টার অভিযোগে পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা
হয়েছে। কুয়াকাটায় বিনিয়োগকারী নারী উদ্দোক্তা মুন্সীগঞ্জ জেলার লৌহজং
উপজেলার সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজনীন আখতার স্বর্না
মঙ্গলবার (১৮জুন) এ মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৫ জনকে আসামী করা হয়।
বিজ্ঞ ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা মামলাটি বুধবার আদেশের
জন্য রেখেছেন বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবদুর
রাজ্জাক।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রুহুল আমীন
হাওলাদার ও তার সাঙ্গপাঙ্গরা গত ৮ জনু রাত ৭টার দিকে কুয়াকাটায় তার বসত
বাড়ী ‘স্বর্নাঞ্চলে’ জোর পূর্বক প্রবেশ করে। এসময় স্বর্নাকে ভীতি
প্রদর্শন করে তাকে জোরপূর্বক মাটিতে ফেলে প্রায় বিবস্ত্র করে ধর্ষনের
চেষ্টা করে। ধস্তা ধস্তি করার সময় রুহুল আমিন হাওলাদার তার স্পর্শকাতর
স্থানে স্পর্শ করে ওড়না ছিড়ে ফেলে। এ সময় সে (বাদী) আত্মরক্ষার চেষ্টা
করলে তার চুলের মুঠি ধরে তাকে চর থাপ্পর মারে এবং প্রান নাশেরও হুমকি
দেয়। যা পরবর্তীতে বাদী স্থানীয় লোকজনদের অবহিত করে। পরে ১১ জুন মহিপুর
থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি মহিপুর থানা পুলিশ। পরবর্তীতে আজ
পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.