দর্পণ ডেস্ক : অভিনেতা অজয় দেবগন তার অভিনীত ছবি ‘দে দে পেয়ার দে’ মুক্তি পায় ১৭ মে। এতে তার নায়িকা হিসেবে আছেন টাবু। ইতিমধ্যে ছবিটি ১০০ কোটির ঘরে পৌঁছে গেছে। ‘সিংহাম’খ্যাত এ অভিনেতাকে নিয়ে বলিপাড়ায় চলছে তুমুল আলোচনা।

ডেকান ক্রনিকেল জানায়, ছবিটির মুক্তির দ্বিতীয় সপ্তাহেই এত বড় সাফল্য পাওয়ায় যারপনায় খুশি হয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে অজয়ের টোটাল ধামালও বক্স অফিস মাত করে।

এ বছর বিগ বাজেটের সিনেমার মধ্যে তৃতীয় ছবি হিসেবে টোটাল ধামাল আয় করে ১৫৪ কোটি রুপি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাণিজ্য বিশেষজ্ঞ বলেছেন, শাহরুখ খান, অক্ষয় কুমারের পাশাপাশি সুপারস্টারের তকমা পেতেই পারেন অজয়।
এদিকে মণিকর্ণিকা, লুকা ছপি, বদলা ছবিগুলো তার ধারেকাছেই পৌঁছাতে পারেনি।