পোষ্য হিসেবে ভাল্লুক রাখার অভিযোগে গ্রেফতার হলেন মালয়েশিয়ার এক সঙ্গীতশিল্পী। খবর অনুযায়ী, জারিথ সফিয়া ইয়াসিনকে নামে এক সঙ্গীতশিল্পীকে গ্রেফতার করেছে কুয়ালালামপুর পুলিশ। আটক সঙ্গীতশিল্পী জানান, ভাল্লুককে ‘কুকুর’ ভেবেই পোষ্য করেছিলেন তিনি।
তিনি জানান, ‘রাতের সময় ছিল। আমি বুঝতে পারিনি। রাস্তার ধারে পড়ে থাকতে দেখে ভেবেছিলাম কুকুর। তুলে নিয়ে এসেছিলাম। তবে দুই সপ্তাহ আগে ‘কুকুর যে ভাল্লুক’ তা জানতে পেরেছেন তিনি।
তবে জারিথের পোষ্য ভাল্লুকের খোঁজ পেয়ে হানা দেয় মালয়েশিয়ার ওয়াল্ডলাইফ ও ন্যাশনাল পার্ক। এরপরই অভিযোগের ভিত্তিতে সঙ্গীতশিল্পীকে গ্রেফতার করে পুলিশ।