লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে নতুন জামা-কাপড় কেনার জন্য বাবার কাছ থেকে চাহিদামত টাকা না পেয়ে অভিমানে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মামুন সরকার (২৩) নামে এক বিশ্ববিদ্যলয় ছাত্র আত্মহত্যা করেছে। নিহত মামুন উপজেলার বড় পিঙ্গুইন গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং ঢাকার বেসরকারী ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ জানান, শুক্রবার (১১ মে) মামাতো ভাইয়ের সুন্নাতে খাৎনার অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠানে যাবার জন্য মামুন নতুন জামা-কাপড় কিনতে বৃহস্পতিবার বিকালে মামুন বাবার কাছে টাকা চায়।

কিন্তু চাহিদামত টাকা না পেয়ে অভিমানে রাত আটটার দিকে সে সবার অগোচরে নিজ শোবার ঘরের তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস নেয়। কিছুক্ষণ পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্বজনেরা জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়েছে।