প্রত্যক্ষ ও পরোক্ষ করের বিভিন্ন সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করে রাজস্ব বাড়ানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সেবায়ও ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হবে। এ ছাড়া করজাল বৃদ্ধির জন্য জরিপ, প্রশাসনিক সংস্কার, টিনধারীদের রিটার্ন দাখিলে উদ্বুদ্ধকরণ তথা স্বেচ্ছাপরিপালনের মাধ্যমে সক্ষম করদাতাগণকে করজালে আনা হবে। এ ছাড়া কর প্রশাসনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আয়বকর, মূসক ও শুল্ক বিভাগকে সম্পূর্ণ অটোমেটেড এবং ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.