দর্পণ ডেস্ক : মঙ্গলবার বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে দুই দলের অধিনায়কই হতাশা ব্যক্ত করেছেন। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজাই বেশি হতাশ। মাঠে না নেমে একটি পয়েন্ট তাকে সন্তুষ্ট করতে পারেনি। কারণ বাংলাদেশ এ ম্যাচ থেকে দ্ইু পয়েন্ট ধরে রেখেছিল। মাশরাফি তাই বলেন, ‘মাঠে এসে খেলতে না পারা সব দলের জন্যই হতাশার। কিন্তু টুর্নামেন্টটা এভাবেই চলছে।’
মাশরাফি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে আমরা হেরেছি। ইংল্যান্ডের বিপক্ষে বলতে গেলে আমরা কোনো সুযোগই পাইনি। তবে হতাশ লাগছে আজকের ম্যাচের জন্য।’ সাকিবকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক জানান, বাংলাদেশের পরবর্তী ম্যাচের আগে এখনও চারদিন সময় আছে। এর মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচ নিয়ে চিন্তা অন্য জায়গায়। টনটনের ছোট মাঠ। ক্রিস গেইল-সিমরন হেটমায়ার-আন্দ্রে রাসেলরা তাই বাংলাদেশকে ছোট মাঠ পেয়ে চেপে ধরতে পারে।
লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারতনে ম্যাচ ভেসে যাওয়া নিয়ে বলেন, বৃষ্টির কারণে এবারের বিশ্বকাপ বেশ কঠিন হতে যাচ্ছে। এরই মধ্যে কয়েকটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তবে আমরা এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি।
ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়াররা জানান, তারা ম্যাচটি খেলনোর চেষ্টায় ছিলেন। কিন্তু সম্ভব হয়নি। বৃষ্টি থামলে দেড় ঘন্টার মধ্যে ম্যাচ খেলানো সম্ভব হতো। কিন্তু বৃষ্টিই তো থামলো না।