দর্পণ ডেস্ক : বাংলাদেশের ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে গেছে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে দুই দলকে। এতে বিরক্ত প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘আমারা এখন চাঁদে মানুষ পাঠাতে পারি। আর বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে কেন রিজার্ভ ডে রাখতে পারি না। যখন এটা লম্বা একটা টুর্নামেন্ট।’

এবারের বিশ্বকাপের আসরে তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো। যা রেকর্ড। এর আগে ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি ২টি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল এই বৃষ্টির কারণে। কিন্তু চলতি বিশ্বকাপে এখনও দু’সপ্তাহ না যেতেই, ৩টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হলো।

সোমবার দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর টানা দ্বিতীয় দিন বৃষ্টির কারণে বাতিল ম্যাচ। পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির কারণে বাতিল হলো। প্রথম ৪ ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই আবহাওয়ার শিকার হলো লঙ্কানরা।
এবারের আসরে ২টি সেমিফাইনাল ও ১৪ জুলাই ফাইনালের জন্য অতিরিক্ত দিনের ব্যবস্থা থাকলেও গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

ইংল্যান্ডের গ্রীষ্মের আবহাওয়ার কথা মাথায় রেখে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির উচিত ছিল গ্রুপ পর্বরে ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা, এমনটাই মনে করেন টাইগার কোচ। স্টিভ রোডস বলেন, ‘আমি দায়িত্বে থাকলে অবশ্যই রিজার্ভ ডে রাখতাম। কারণ ইংল্যান্ডের এখন আবহাওয়া সম্পর্কে সবারই জানা। দুর্ভাগ্যবশত বিশ্বকাপকে এখনও অনেক বৃষ্টির মোকাবিলা করতে হবে।’