অনলাইন ডেস্ক : চুলের সুস্বাস্থ্যের জন্য কলা খুবই উপকারী। শুধুমাত্র কলা বা কলার সঙ্গে অন্য কোনো উপাদানের মিশ্রণ চুলের খুশকি দূর করে। পাশাপাশি চুলের রুক্ষ্মতা ও চুল ঝরা নিয়ন্ত্রণেও কলা অত্যন্ত কার্যকরী। কলায় থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, পটাশিয়াম, প্রাকৃতিক তেল ও ভিটামিন, যা চুলকে মসৃণ ও ঝলমলে করে তোলে। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
চুলের খুশকি দূর করতে অর্ধেক পাকা কলার সঙ্গে তিন চামচ টক দই ও এক চামচ পাতি লেবুর রস মেশিয়ে চটকে নিন। মিশ্রণটি শুধুমাত্র চুলের গোড়া ও মাথার তালুর ত্বকে ভালো করে লাগান। খেয়াল রাখতে হবে, এই মিশ্রণটি যাতে কোনোভাবেই মাথার বাকি চুলে না লাগে। ২০-২৫ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। পাতি লেবু আর টকদই চুলকে খুসকিমুক্ত করতে সাহায্য করে। চুল মসৃণ করতে কলার ব্যবহার আসলে কন্ডিশনারের কাজ করে।
চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজানোর ক্ষেত্রে কলা, ডিম ও লেবুর রসের মিশ্রণ খুবই কার্যকরী। সপ্তাহে অন্তত দু’দিন এই মিশ্রণটি ব্যবহার করা যেতে পারে। দুটি চটকে নেয়া কলা, একটি ডিমের শুধু কুসুমের অংশটুকু ও এক চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিন। এই মিশ্রণটি ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখিয়ে একটি প্লাস্টিক বা ফয়েল জাতীয় কিছু দিয়ে মাথা মুড়ে ফেলুন। এর ওপরে একটি তোয়ালে বা কাপড় জড়িয়ে নিন। এভাবে এক ঘণ্টা রাখার পর ভালো করে জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
পাকা কলার সঙ্গে নারকেল দুধ ভালো করে মেখে মিশ্রণটি মাখিয়ে ২০ থেকে ২৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এই মিশ্রণটির ব্যবহারে রুক্ষ্ম চুলে ময়েশ্চারাইজার ফিরে আসে এবং চুলকে মোলায়েম, ফুরফুরে করে তোলে। চুলে অতিরিক্ত রং বা কেমিক্যাল ব্যবহারের ফলে যাদের চুল ভঙ্গুর হয়ে গেছে বা চুল ঝরার পরিমাণ বেড়ে গেছে তাদের জন্য কলা আর অলিভ অয়েল মিশ্রণ খুবই উপকারী।
এই মিশ্রণ ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়। একইসঙ্গে চুল হয়ে উঠবে মোলায়েম, ফুরফুরে। একটি পাকা কলা এবং দুই চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ভালো করে চটকে নিন। এরপর এই মিশ্রণটি চুলে ভালোভাবে মাখিয়ে শাওয়ার ক্যাপ বা ওই জাতীয় কিছু দিয়ে মাথা মিনিট কুড়ি ঢেকে রাখুন।