দপর্ণ ডেস্ক : ‘শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১২ জুন) বেলা ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে চাইল্ড লেবার এলিমিনেশন অ্যাকশন নেটওর্য়াক (ক্লিন) পঞ্চগড় জেলা কমিটির বাস্তবায়নে ও স্থানীয় এনজিও পরস্পর, সূচনা, পল্লী সাহিত্য সংস্থা সিআরডি, অনুভবের আয়োজনে ও ইএসডিও’র সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র‌্যালিতে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্থানীয় এনজিও পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, সুচনা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলনসহ এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালি শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।