দর্পণ ডেস্ক : উজ্জ্বল রোদের নিচে দাঁড়িয়ে সেলফি তুলেছেন কারিনা কাপুর খান। আর সেই ছবির কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার তিনি। ৩৮ বয়সী কারিনাকে ‘চাচিমা’ বলতেও কারোর মুখে বাধেনি। এছাড়া উড়ে এসেছে নানা কটুক্তিও। তবে কটাক্ষকারীদের পাল্টা জবাব দেন কারিনার ফ্যানরাও।
তাসকানে গরমের ছুটি কাটাতে গিয়েছেন কারিনা কাপুর। সঙ্গে গিয়েছেন স্বামী সাইফ এবং অবশ্যই ছোট্ট তৈমুর। গরমের ছুটির আমেজে কারিনার নানা মুডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কারিনার কয়েকটি ছবি মোটেই ভালোভাবে নেননি তারা। ছবির নিচে কেউ লেখেন, বয়স্ক লাগছে বড্ড। মজার ছলে কেউ লেখেন, কারিনা চাচিমা।
নেটিজেনরা যখন কারিনাকে নিয়ে ট্রোলিংয়ে ব্যস্ত তখন ময়দানে নামে নায়িকার ভক্তরা। পাল্টা মন্তব্যে তারাও লেখেন, ওল্ড ইজ গোল্ড। সেলফিটি খুবই গর্জাস। এতে অবশ্য নেটিজেনদের দমানো যায়নি। এবার তারা লিখতে শুরু করেন, কারিনা বোধহয় অপুষ্টিতে ভুগছে। কেউ কেউ লেখেন, বেবোকে কেউ গ্লুকোজ দাও। প্লিজ কারিনা তুমি কিছু খেয়ে নাও ইত্যাদি মন্তব্য দেখতে পাওয়া গেছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.