দর্পণ ডেস্ক : ব্রিটেনে যথাযোগ্য মর্যাদায় মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে। মঙ্গলবার লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন।

মঙ্গলবার সকালে লন্ডনে ঈদের নামাজ পড়েছেন মাশরাফিরাও। লন্ডনের সেন্ট্রাল মসজিদে নামাজ পড়েন তারা। এ সময় খেলোয়াড়দের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন।

নিরাপত্তাজনিত ঈদের নামাজ পড়তে টিম বাস ব্যবহার করতে পারেননি ক্রিকেটাররা। আইসিসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, মানুষের ভিড়ে জাতীয় দলকে বাড়তি নিরাপত্তা দেয়া তাদের পক্ষে সম্ভব হবে না। মাইক্রোবাসে করে নামাজ পড়তে যান টাইগাররা।

নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক-সাকিবরা।

মাশরাফি বাহিনীর জন্য হোটেলে খাবার পাঠিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খাবারের মেন্যুতে ছিল সেমাই, ফিন্নি, মিষ্টি ও আরও কয়েক পদের উৎসবের খাবার।

ঈদের নামাজ শেষে মঙ্গলবার বিকেলে ওভালে অনুশীলনে যাওয়ার কথা টাইগারদের। মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী-সন্তানরা লন্ডনে রয়েছেন। আগে থেকেই সাকিব আর মিঠুনের পরিবারও রয়েছে।