দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সব সময় দেশে আপনাদের সঙ্গে ঈদ উদযাপন করি। এবার বিভিন্ন কারণে দেশের বাইরে আসতে হয়েছে আমাকে। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।
ফিনল্যান্ড সফরে থাকা শেখ হাসিনা বলেন, পরিবার-পরিজন ছাড়া যারা বিদেশে আছেন, তাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমিও এখন প্রবাসে আছি। আমি জানি, দূরে থাকাটা কত কষ্টকর।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। সে আনন্দটা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।
শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদ। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক এই কামনা করি।