দর্পণ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। ২০২০ এশিয়া কাপের মঞ্চ বসবে পাকিস্তানে এমনটা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে এ তথ্য জানানো হয়।
২০১৮ ঢাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ২০২০ এশিয়া কাপ আয়োজন করার দায়িত্ব পান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দায়িত্ব পেলেও টুর্নামেন্ট আয়োজনের ভেন্যু কোথায় হবে পাকিস্তান নাকি সংযুক্ত আরব আমিরাতে হবে তা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এসিসিয়ের সভা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী এশিয়া কাপের আসর পাকিস্তানের মাটিতে হবে। তবে পাকিস্তানের কোন কোন শহরে ম্যাচগুলো হবে তা এখনো চূড়ান্ত হয়নি। দ্রুতই এ বিষয়ে জানানো হবে।
পাকিস্তানের মাঠিতে সবশেষ এশিয়া কাপে মঞ্চ বসেছিল ২০০৮ সালে। এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলে ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তান থেকে নির্বাসনে আছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.