মোটরসাইকেলে মানুষসহ বিভিন্ন মালামাল এবং ছোটখাটো পশু বহন স্বাভাবিক ঘটনা। কিন্তু মোটরসাইকেলে যদি গরু বহন করা হয়, সেটি অবশ্যই অস্বাভাবিক ঘটনা।

ভিডিওতে দেখা যায়, এক যুবক বাইক চালাচ্ছেন। আর বাইকের সামনের অংশে বসিয়ে রাখা হয়েছে একটি গরুকে। গরুটির গায়ে চাদর জড়ানো।

চাদর দিয়ে তার পাগুলো জড়ানো রয়েছে। গরুটি দিব্যি বসে আছে। কোনোরকম নড়াচড়া করেনি সেটা।

গরুকে চাপিয়ে ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন তার পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া দুজন এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করেন।