দর্পণ ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলের দুস্থ প্রতিবন্ধীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে জেলা হকার্স সমিতি। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় দুস্থ ব্যক্তিদের হাতে এই শাড়ি-লুঙ্গি তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ।
মানিকগঞ্জ জেলা হকার্স সমিতির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণপূর্ব আলোচনাসভায় বক্তব্য রাখেন সাবেক জাতীয় অ্যাথলেট, ঢাকা লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট মেম্বার এবং অবসরপ্রাপ্ত অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ছামেদা ইয়াসমিন ভূঁইয়া কান্তা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ^াস, বাংলাদেশ হকার্স ইউনিয়ন জেলা শাখার সভাপতি আব্দুল আহাদ ভূঁইয়া বাবুল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মাইজভান্ডারী, মানিকগঞ্জ পৌর হকার্স সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন, মানিকগঞ্জ জেলা হকার্স সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত এবং কার্যনির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম তমাল।
বক্তারা বলেন, সমাজের অনেক বিত্তবান রয়েছে যারা ইচ্ছে করলে দুস্থব্যক্তিদের সহায়তা দিতে পারেন। সুযোগ থাকার পরও তাদের অনেকেই তা করে না। এটা দুঃখজনক। শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও সামাজিক দায়বদ্ধতা থেকে হকার্স সমিতি প্রতি বছর কিছু সংখ্যক দুস্থ ব্যক্তিকে সহায়তা দিচ্ছে। এটা প্রশংসার দাবি রাখে।