দর্পণ ডেস্ক : কোপা আমেরিকার এবারের আসর আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হচ্ছে । ফুটবলের জমজমাট এ আসরে নেইমারের পরিবর্তে ব্রাজিল দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন দানি আলভেজ। সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতি দিয়ে জানায়, এবারের কোপা আমেরিকায় নেইমার নন ৩৬ বছর বয়সী দানি আলভেজ ব্রাজিলকে নেতৃত্ব দেবেন।

ইতোমধ্যে স্বাগতিক ব্রাজিলসহ দল ঘোষণা করছে অংশ নেয়া দলগুলো। দল ঘোষণার সময় ব্রাজিল দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল নিয়মিত অধিনায়ক নেইমারকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, শনিবার নেইমারের সাথে যোগাযোগ করেই ব্রাজিল কোচ টিটে এই সিদ্ধান্ত নেন।

আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম আসর। ৭ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

দক্ষিণ আমেরিকার ১০ দল আর এশিয়া থেকে অতিথি হিসেবে দুই দলকে নিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকার আসর। এর মধ্যেই সব দেশেই তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে।