দর্পণ ডেস্ক : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছেন অভিনেত্রী নুসরাত জাহান। সদ্য ঘোষিত ফলাফলে রাজ্যের বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর তিনি ধন্যবাদ জানান তার বসিরহাটের বাসিন্দাদের। দেশের জন্যই তিনি কাজ করবেন বলে জানান। তবে এর মধ্যে আরও একটি সুখবর রয়েছে।

ভারতীয় গণমাধ্যমে খবর, আসছে জুনেই বিয়ে পিঁড়িতে বসছেন নুসরাত। পাত্র প্রেমিক নিখিল জৈন। কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল। ইতোমধ্যে মেহেদি অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, দেশের বাইরেই ডেস্টিনেশন ওয়েডিং হবে তাদের।