দর্পণ ডেস্ক : বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি শপথ নিচ্ছেন। রাষ্ট্রপতি ভবনে ওইদিন সন্ধ্যা ৭টায় এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক টুইটে এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি।
শনিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিপুল ভোটে জয়ী হয়। ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি আসন পায় তারা। সম্ভাব্য নতুন মন্ত্রী কারা, সে ব্যাপারে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবে মোদি ও তার সহকারী অমিত শাহ সম্ভবত একঝাঁক নতুন মুখকে মন্ত্রী হিসেবে বেছে নেবেন বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জয়ের পর আশা করা হচ্ছে সেখান থেকে অনেককে প্রতিনিধি করা হতে পারে। তবে প্রধানমন্ত্রী ও অমিত শাহ এখন পর্যন্ত ‘বিগ ৪’ অর্থাৎ স্বরাষ্ট্র, অর্থ, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী কারা হবেন সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি।