দর্পণ ডেস্ক : শুক্রবার পবিত্র জুমার দিনে অনুশীলনের ফাঁকে মাঠেই মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে নামাজ আদায় করেন বাংলাদেশের খেলোড়াররা। নিজেদের নামাজরত অবস্থার ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপলোড করেছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা সবাই মাঠে নামাজ পড়লাম।’
ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। এখন সেটি মুগ্ধতা ছড়াচ্ছে। টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে এটিকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ছবি বলে আখ্যায়িত করছেন।