দর্পণ ডেস্ক : আসছে ঈদুল ফিতরের জন্য নির্মিত শাকিব খান ফিল্মসের নতুন ছবি ‘পাসওয়ার্ড’। বৃহস্পতিবার ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে বলে জানান পাসওয়ার্ডের পরিচালক মালেক আফসারি। সব ঠিক থাকলে আগামী রোববার ছবিটি সেন্সর বোর্ডে দেখা হবে বলেও জানান এ নির্মাতা।
এদিকে ‘পাসওয়ার্ড’ ছবিরি শুটিং শেষ হলেও বাকি ছিলো তিনটি গান। বাকি থাকা গানগুলোর শুটিংও শেষ হলো তুরস্কে। সেখানে শুটিং করতে গত সপ্তাহে যায় শাকিব-বুবলীসহ পাসওয়ার্ড টিম। তুরস্কে ‘পাসওয়ার্ড’ ছবির সবগুলো গানের নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। শুটিং শেষ করে তুরস্ক থেকে (শুক্রবার) শাকিব-বুবলী দেশে ফিরছেন।
জানা যায় ‘তুরস্কের ইস্তানবুল, আলাতোনিয়া, কাপাডোকিয়া, পামুকালের মতো ঐতিহাসিক জায়গায় গানগুলোর শুটিং শেষ করেছি। শুটিং শেষ হওয়া মাত্রই দেশে সেগুলোর ফুটেজ পাঠিয়ে দেয়া হয়েছে। গানগুলোর শুটিংয়ে পুরো টিমকেই অনেক ছুটতে হয়েছে। কষ্টও করতে হয়েছে অনেক।

তুরস্কে শুধু ‘পাসওয়ার্ড’ ছবির গানেরই শুটিং হয়নি। হয়েছে শাকিব-বুবলী জুটির নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’র গানেরও শুটিং। এটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু।